বান্দরবান হাসপাতালে সাপ নিয়ে হাজির সাপে কাটা রোগী

NewsDetails_01

সাপের কামড় খেয়ে জীবিত সাপকে ধরে প্লাস্টিকের কৌটায় ভরে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে এসে ভর্তি হয়েছে এক যুবক।তার নাম সৈকত আলী (৩৪)।

আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় বান্দরবান সদর হাসপাতালে এঘটনা ঘটে। আর এই ঘটনায় হাসপাতালে নিয়োজিত চিকিৎসা ও নার্সরা ভয়ে আতৎকে উঠেন। সাপের কামড়ে আহত সৈকত আলী চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শীলঘাটা এলাকার কবির আহম্মদের ছেলে।

NewsDetails_03

বান্দরবান সদর হাসপাতালে সর্প দংশনের শিকার আহতের ভাগিনা মো.জিন্নাত আলী জানান, মামা সৈকত সকালে শ্রমিকের কাজ করতে যান পার্শ্ববর্তী এলাকায়। সেখানে বাঁশের আঁটি কাঁধে নিলে আঁটিতে থাকা একটি সাপ তার মামার গলার পেছনে কামড় দেয়। এসময় কামড় দেওয়া সাপটি ধরে ফেলেন তিনি, পরে সাপটি কৌটায় ভরে চিকিৎসার জন্য বান্দরবান হাসপাতালে আসেন।

বান্দরবান সদর হাসপাতালের চিকিৎসক কাউছার সুলতানা জানান, সাপেকাটা রোগীটিকে পর্যবেক্ষণে রাখে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে সাপটি অতি বিষাক্ত নয় বলে ধারণা করা হচ্ছে।

প্রসঙ্গত, গত আগষ্ট থেকে চলতি মাসে বান্দরবান সদর হাসপাতালে অন্তত ১০ জন সর্পদংশনের রোগী ভর্তি হয়।

আরও পড়ুন