ভোটার হালনাগাদ কার্যক্রম শেষে কাপ্তাইয়ে ভোটার বেড়েছে ২৮৪৯ জন

NewsDetails_01

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশের ন্যায় রাঙামাটির কাপ্তাইয়ে ২০২২ সালের ৯ জুন হতে ২৪ জুলাই পর্যন্ত ভোটার হালনাগাদ কার্যক্রম করা হয়েছিল। চলতি বছরের ৩ মার্চ বাংলাদেশ নির্বাচন কমিশন চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চুড়ান্ত ভোটার তালিকায় কাপ্তাইয়ে মোট ভোটার, ৪৮ হাজার ৮ শত ৭৫ জন। যা একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে ২ হাজার ৮ শত ৪৯ জন বেশী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে মোট ভোটার ছিল ৪৬ হাজার ২৬ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছেন। তৎমধ্যে কাপ্তাইয়ে মোট ৪৮ হাজার ৮ শত ৭৫ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬ শত ৯৪ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ১ শত ৮১ জন।

তৎমধ্যে ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নে মোট ভোটার ১০ হাজার ৫ শত ৯৩ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৬ শত ৩৭ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৯ শত ৫৬ জন।

NewsDetails_03

২নং রাইখালী ইউনিয়নে মোট ভোটার ১৪ হাজার ২ শত ১১ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ১ শত ৯৪ জন এবং মহিলা ভোটার ৭ হাজার সতের জন।

৩ নং চিৎমরম ইউনিয়নে মোট ভোটার ৪ হাজার ২ শত ৪০ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ২ হাজার ১ শত ২১ জন এবং মহিলা ভোটার ২ হাজার ১ শত ১৯ জন।

৪ নং কাপ্তাই ইউনিয়নে মোট ভোটার ১২ হাজার ৯৫ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৭ শত ৭২ জন এবং মহিলা ভোটার ৫ হাজার ৩ শত ২৩ জন।

৫ নং ওয়াগ্গা ইউনিয়নে মোট ভোটার ৭ হাজার ৭ শত ৩৬ জন। তৎমধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৯ শত ৭০ জন এবং মহিলা ভোটার ৩ হাজার ৭ শত ৬৬ জন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার আরোও বলেন, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে সর্বমোট ১৮ টি ভোট কেন্দ্র হলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে ভোট কেন্দ্র আরোও বাড়তে পারে। আগামী ১৭ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চুড়ান্ত ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করবেন। বর্তমানে কাপ্তাইয়ে ভোট কেন্দ্র স্থাপনের কাজ চলমান রয়েছে।

আরও পড়ুন