রাঙামাটিতে ৮০ জন ক্রীড়াসেবীকে চেক বিতরণ

NewsDetails_01

রাঙামাটিতে বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের বিশেষ অনুদান পেলেন ৮০ জন ক্রীড়াবিদ ও ক্রীড়াসেবী।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে রাঙামা‌টি জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রত্যে‌কের হাতে ৫ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

রাঙামা‌টি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্প‌র্কিত সংসদীয় স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি দীপংকর তালুকদার এম‌পি।

NewsDetails_03

এ সময় সাংসদ দীপংকর তালুকদার বলেন, করোনার সময় যে সমস্ত ক্রীড়া‌বিদ ও ক্রী‌ড়াসেবী আ‌র্থিক ক‌ষ্টে ভু‌গে‌ছেন, বর্তমান সরকার তা‌দের কথা ভু‌লে যায়‌নি। তা‌দের পা‌শে দা‌ঁড়ি‌য়েছেন। চেক বিতরণ তারই উজ্জ্বল দৃষ্টান্ত। তি‌নি বক্ত‌ব্যে সক‌লকে মি‌লে মি‌শে জেলার ক্রীড়াঙ্গন‌কে এগিয়ে নেওয়ার আহবান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আন্তর্জা‌তিক ক্রীড়াঙ্গ‌নে যখন কোন ক্রীড়া‌বিদের সম্মা‌নে বাংলাদেশ জাতীয় সংগীত গাওয়া হয়, তখন মন উদ্বে‌লিত হয়, গর্বে বুক ভ‌রে উঠে। বর্তমান সরকার ক্রীড়া বান্ধব সরকার। ক্রীড়ার উন্নয়‌নে সরকা‌রের আন্ত‌রিক স্ব‌দিচ্ছা ও সহ‌যো‌গিতা ছিল, আ‌ছে এবং থাক‌বে।

অনুষ্ঠা‌নে অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মোঃ সাইফুল ইসলাম, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার (ডিএস‌বি) শাহ‌নেওয়াজ রাজুসহ স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়া‌বিদ উপ‌স্থিত ছি‌লেন।

আরও পড়ুন