রাঙামা‌টিতে ৯৭ জন করোনায় আক্রান্ত

NewsDetails_01

রাঙামা‌টিতে সময় যত গড়াচ্ছে পাল্লা দিয়ে সেঞ্চুরীর প‌থে হাটছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় রেকর্ড ৯৭ জন ক‌রোনা আক্রান্ত হয়েছে, যা সেঞ্চুরী থে‌কে মাত্র তিন সংখ্যা পেছনে। স্থানীয় জনসাধার‌ণের অসচেতনতা, স্বাস্থ্য‌বি‌ধি না মানা, ক‌রোনা সংক্রমনকে অ‌বহেলার চো‌খে দেখা‌কে আক্রান্তের সংখ্যা বৃ‌দ্ধির অন্যতম কারন বলে মনে করছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ। স্বাস্থ্য বিভাগের উ‌দ্বে‌গের কারন জেলা সদরকে ছা‌পিয়ে উপজেলাগুলোতে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশঃ বৃ‌দ্ধি পাচ্ছে।

স্বাস্থ্য বিভা‌গের তথ্য ম‌তে, গত ২৪ ঘণ্টায় রাঙামা‌টি‌তে করোনা শনাক্ত হওয়া ৯৭ জনের ম‌ধ্যে কাপ্তাই উপ‌জেলায় ৪৬ জন। তারপরে রয়েছে রাঙামা‌টি সদ‌রে ২৭ জন। এছাড়া কাউখালী ৯, লংগদু ৫, বিলাইছ‌ড়ি ৪, বাঘাইছ‌ড়ি ২, না‌নিয়ারচর ২, জুরাছ‌ড়ি ১ ও বরক‌লে ১ হন শনাক্ত হন। এ‌দি‌কে আজ র‌বিবার জেলার বিলাইছ‌ড়ি‌তে ক‌রোনায় এক বৃদ্ধার মৃত্যু হ‌য়ে‌ছে।

NewsDetails_03

র‌বিবার (১ আগস্ট) রাতে রাঙামা‌টি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

জেলা সি‌ভিল সার্জন অ‌ফিস সু‌ত্রে জানা গে‌ছে, রাঙ্গামাটিতে গত ২৪ ঘন্টায় ২৬৪টি নমুনা পরীক্ষায় ৯৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হ‌য়ে‌ছে। শনা‌ক্তের হার ৩৬.৭৪%।

রাঙামা‌টিতে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯১৪ জন। করোনা আক্রান্ত হয়ে রাঙামা‌টিতে এ পর্যন্ত মোট ২৪ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন