লামায় সাবেক রাষ্ট্রপতি এরশাদের ৪র্থ মৃত্যু বার্ষিকী পালন

NewsDetails_01

জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের চতুর্থতম মৃত্যু বার্ষিকী পালন করেছে বান্দরবান জেলার লামা উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে লামা প্রেসক্লাবের বীর বাহাদুর মিলনায়তনে জাতীয় পার্টির বান্দরবান জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মুজিবুল হক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, পার্টির লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার সমন্বয়কারী মোহাম্মদ ওসমান গণি শিমুলূূ।

NewsDetails_03

এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা জাতীয় পার্টির যুগ্ন সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ বাবুল, জাতীয় পার্টির লামা পৌর শহর শাখা কমিটির সভাপতি মোহাম্মদ ইসমাইল, জাতীয় পার্টির রুপসীপাড়া ইউনিয়ন কমি্িটর সভাপতি খোরশেদ আলমসহ অনেকে।

পরে হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিলাদ মাহফিল অনুিষ্ঠত হয়।
এসময় বক্তারা বলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ বাংলাদেশে রাষ্ট্র ধর্ম ইসলাম প্রতিষ্ঠার পাশাপাশি ২২টি জেলা থেকে ৬৪ জেলায় রুপান্তরিত, উপজেলা পরিষদ প্রতিষ্ঠা, যাকাত বোর্ড গঠন করে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। তাই আগামী সংসদ নির্বাচনে দেশের জনগন হুসাইন মোহাম্মদ এরশাদের হাতে গড়া সংগঠন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে ক্ষমতায় দেখতে চায়।

আরও পড়ুন