আওয়ামী লীগের বিভাগীয় টিম এর দায়িত্বে দীপংকর তালুকদার

দেশ জুঁড়ে আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সদস্যদের সমন্বয়ে বিভাগীয় ৮ টি সাংগঠনিক টিম গঠন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। আর এই টিমের একটিতে দায়িত্ব পেলেন রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।

শনিবার (৩ অক্টোবর) গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ টিম গঠন করেন দলীয় সভাপতি শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে প্রেস বিফ্রিংয়ে ৮ বিভাগীয় টিম গঠন করে টিম অনুমোদনের তালিকা প্রকাশ করেন। আর এর মধ্যে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিমের দায়িত্বে রয়েছে আওয়ামী লীগের নির্বাহী পরিষদ সদস্য, রাঙামাটি থেকে নির্বাচিত সাংসদ সদস্য দীপংকর তালুকদার।

আরও পড়ুন