সাজেকে ড্রাম ট্রাক দূর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জন

আহত ৬

NewsDetails_01

রাঙামাটির সাজেকে ড্রাম ট্রাক দূর্ঘটনায় ৯ জন শ্রমিক নিহত আহত ৬ জন।

বুধবার (২৪ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলাধীন ৩৬ নং সাজেক ইউনিয়নের সাজেক-উদয়পুর রোডের ৯০ ডিগ্রি নামক স্থানে ২০ ইসিবির নির্মাণ শ্রমিক ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে খাদে পড়ে যায়। ট্রাকে থাকা ১৫ জন শ্রমিকের মধ্যে ৬ জন আহত এবং ৯ জন শ্রমিক নিহত হয়। তারমধ্যে ১ জন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে আনার পরপরে মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের চিকিৎসক সাগর দেব তপু।

NewsDetails_03

আহত ৬ জনের মধ্যে মো.লালন মিয়া(১৮)
পিতা আবজাল মিয়া কুড়িগ্রাম, মো.লালন (২৭) পিতা আবুল হাসেম ময়মনসিংহ, সামিউল উদ্দিন(১৯) পিতা আবুল হাসেম, মো. আহির উদ্দিন(৪০) গাজীপুর, জাহিদ হাসান(২৪) পিতা আব্দুল জব্বার শ্যামগঞ্জ, মোবারক হোসেন(৩২) পিতা মকবিল হোসেন।

৯ জন নিহতদের মধ্যে ৪জনের নাম ও ঠিকানা পাওয়া গেছে। বাকি ৫ জনের নাম ঠিকানা সংগ্রহে কাজ করছে পুলিশ। ৪ জন নিহতদের নাম আব্দুল মোহন(১৬) কিশোরগঞ্জ, বাবু (২০) কিশোরগঞ্জ, সাগর(২২) গাজীপুর,অলিউল্লাহ(৩৬) কাপাসিয়া, গাজীপুর।

যারা ড্রাম ট্রাক দূর্ঘটনার স্বীকার হয়েছেন তারা সকলে কিশোরগঞ্জ, গাজীপুর ও ময়মনসিংহ এলাকার বাসিন্দা। ২৪ এপ্রিল সাজেকে সীমান্ত সড়ক নির্মাণ শ্রমিক হিসেবে ১৫ জন একসাথে যাওয়া পথে এ দূর্ঘটনা ঘটে।

বাঘাইছড়ি থানার সার্কেল সহকারি পুলিশ সুপার আব্দুল রহমান চৌধুরী বলেন, ১০ জনকে উদ্বার করে খাগড়াছড়ি হাসপাতালে নিয়ে এনেছি। আহতরা যেন সুস্থ থাকে সকলে দোয়া করবেন।

আরও পড়ুন