এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর। বিশেষ অতিথি ছিলেন আলীকদম উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি চম্পা চাকমা, সাধারন সম্পাদক জামাল, সাংবাদিক আব্দুল হামিদ, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোছাইন, সহকারী শিক্ষক মাষ্টার মিজানুর রহমান, বাইশারী বন্ধুমহল সভাপতি নুরুল কবির রাশেদ, সাধারন সম্পাদক মুফিজুর রহমান, আলীকদম উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মামুন প্রমুখ।
প্রধান অতিথি বাইশারী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বলেন, প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি’র ডিজিটাল বান্দরবান গড়ার স্বপ্ন খেলাধুলার মাধ্যমে সম্প্রীতির বাইশারী থেকেই শুরু করতে চাই। তাছাড়া স্বাধীনতার ৪৫ বছর পর একমাত্র উপজেলা হিসেবে বান্দরবানের আলীকদম উপজেলা ফুটবল বাইশারীতে ফুটবল খেলতে আসায় তাদের অভিনন্দন জানায়। এ সময় হাজার হাজার দর্শক ফুটবল খেলা উপভোগ করেন।