রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলা ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষা ২০১৮ শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আজ মঙ্গলবার সকাল ১০ঘটিকার সময় বিদ্যালয়ে শ্রেনী কক্ষে অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি হারাধন কর্মকার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্যা মোছাম্মৎ সালমা বেগম, ইউপি সদস্য শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য জয়নাল আবেদিন,ম্যানেজিং কমিটির সদস্য ওসমান গনি, কারবারি আবদুল জলিল মোড়ল প্রমুখ। বিদ্যালয়ে সহকারি শিক্ষিকা কামরুনাহার এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুইচিংহ্লা মারমা, ইসলামিক ফাউন্ডেশনের সাধারন কেয়ারটেকার মোঃ আলী আকবর, রহিমা আক্তার,সুমাইয়া আক্তার, বায়েজিত, সালমা আক্তার প্রমুখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শিল্পি চাকমা সদ্য পদন্নোতি হয়ে প্রধান শিক্ষকের চলিত দায়েত্বে পদন্নোতি বদলি হওয়ায় তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।