ইয়াবা ও গাজা সেবনকারি এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে আজ বুধবার প্রতিবাদ ও মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করেছে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নের ঘনিয়াখোলা এলাকাবাসী।
সাম্প্রতিক সময়ে এলাকায় মাদক সেবন ও বিক্রি বেড়ে যাওয়ায় এলাকার যুবসমাজ নেশাগ্রস্ত হয়ে পড়ায়,এর থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসীরা এগিয়ে আসে। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মাদক বিক্রেতা ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর প্রদক্ষেপ নেবার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।
রাইখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আবুল হাসেম মেম্বারের সভাপতিত্বে সমাবেশে রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বদিউল আলম মাস্টার, ইউপি সদস্য মো: জুয়েল, সাবেক ইউপি সদস্য মো: ইছাক সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।