রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলা শীলছড়িতে আজ বৃহস্পতিবার গাছচাপা পড়ে জুম চাষী অংযা প্রু মারমা(৩৫) নামে একজন মারা গেছে।স্থানীয় ইউপি সদস্য মাহাবুব আলম জানান, আজ শীলছড়ির মহাজন পাড়ায় জুম চাষী অংযা প্রু মারমা সকাল ১০ টায় পাহাড় হতে কাঁধে করে গাছ নিয়ে নিজ বাড়িতে ফেরার সময় পড়ে যায়, এতে কাঁধে থাকা গাছ তার শরীরের উপর চাঁপা পড়ে, এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। কাপ্তাই থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ মো: নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় জনপ্রতিনিধি এবং কার্বারিদের অনুরোধে এডিএম এর অনুমতিতে নিহত ব্যক্তির ময়নাতদন্ত ছাড়া সৎকারের কাজ করা হয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন শোকের সাগরে ভাসছে নিহতের পরিবার।