রাঙামাটির কাপ্তাইয়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। আজ মঙ্গলবার কাপ্তাইয়ে আরো ১৪ জনের করোনা পজিটিভ এসেছে, যা একদিনো সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড বলে জানান স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি।
তিনি জানান, মঙ্গলবার কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিজেন টেস্টে ১১ জনের পজিটিভ আসে এবং রাঙামাটি পিসিআর ল্যাব হতে রিপোর্টে ৩ জনসহ সর্বমোট ১৪ জনের করোনা পজিটিভ এসেছে।
নতুন শনাক্ত হওয়া ১৪ জনের মধ্যে কাপ্তাইয়ের ওয়াগ্গা, চিৎমরমের উজানছড়ি, কেপিএম, চন্দ্রঘোনা, নতুন বাজার ও বড়ইছড়ি এলাকার বাসিন্দা রয়েছে। এছাড়া কাপ্তাই থানার ১ জন পুলিশ সদস্য রয়েছে বলে জানা গেছে।
এ নিয়ে কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত ২৮৭ জন এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৮১ জন।