কাপ্তাইয়ে পলাতক আসামী গ্রেফতার
রাঙামাটির কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে ২ বছরের সাজা সহ সর্বমোট ৪টি গ্রেফতারী পরোয়ানাভুক্ত এক পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (১সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় কাপ্তাই থানার সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মোঃ আজাদ হোসেন ও এএসআই জাহেদুল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় পলাতক আসামী মোঃ নুরনবী কাঞ্চন’কে কাপ্তাই থানাধীন ৪নং কাপ্তাই ইউনিয়নের নতুন বাজার এলাকা হইতে গ্রেফতার করা হয়। আটককৃত আসামী কাপ্তাই নতুনবাজার এলাকার লকগেইট কুরুম এলাকার বাসিন্দা বলে পুলিশ জানান।
কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার ২ টা ৩০ মিনিটে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।