কাপ্তাইয়ে শিশু অপহরণ মামলার আসামী গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

purabi burmese market

রাঙামাটির কাপ্তাই থানায় শিশু অপহরণ মামলার পলাতক আসামী মুছাকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে ভিকটিমকেও উদ্ধার করে পুলিশ ।

শুক্রবার (৮ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নারী ও শিশু অপহরণ মামলার আসামী মোঃ মুছাকে (২৩) শুক্রবার দিবাগত রাত ৩ টার সময় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সাতকানিয়া পৌরসভা এলাকা হতে গ্রেফতার করে কাপ্তাই থানায় নিয়ে আসা হয় এবং একই সাথে আসামীর সঙ্গে থাকা ভিকটিমকে উদ্ধার করা হয়।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান, গত ২৯ সেপ্টেম্বর কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর লকগেইট এলাকা হতে জেটিঘাট এলাকার ১৬ বছরের এক শিশুকে অপহরণ করে কাপ্তাই ব্রিকফিল্ড এলাকার মোঃ মুছা। গত ২ অক্টোবর অপহৃত শিশুটির বাবা বাদী হয়ে কাপ্তাই থানায় মামলা দায়ের করেন। এরপর হতে শিশুটিকে উদ্ধারে পুলিশ নানামুখী তৎপরতা চালায়। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে কাপ্তাই থানা পুলিশ এর সদস্যরা আসামী এবং অপহৃত শিশুটিকে শুক্রবার দিবাগত রাত ৩ টায় সাতকানিয়া হতে উদ্ধার করেন।

গ্রেপ্তারকৃত আসামীকে শুক্রবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে বলে ওসি জানান।

dhaka tribune ad2
আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।