কাপ্তাইয়ে ১০ টাকা দামে চাল পাচ্ছেন ১ হাজার ২৭২ জন
সরকারের খাদ্য মন্ত্রণালয়ের খাদ্য বান্ধব কর্মসুচীর আওতায় রাঙামাটি জেলার কাপ্তাইয়ে ১০ টাকা করে চাল পাচ্ছেন ১২৭২ জন দরিদ্র মানুষ।
উপজেলা খাদ্য কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা জানান, নির্ধারিত কার্ডের মাধ্যমে প্রতিজন মাসে ১০ টাকা দামের ৩০ কেজি চাল ডিলার হতে কিনছেন। উপজেলার ৫ টি ইউনিয়নে সরকার কর্তৃক মনোনিত ডিলারদের মাধ্যমে এই খাদ্য বান্ধব কর্মসুচী বাস্তবায়ন করা হচ্ছে বলে এই খাদ্য কর্মকর্তা জানান।

উপজেলা সদর বড়ইছড়ি বাজারে ডিলার অমিত বিশ্বাস বাবলু, রাইখালী বাজারে সন্জিত দে, চিৎমরম বাজারে মিলন কান্তি বিশ্বাস, কাপ্তাই নতুনবাজারে নাইমুর রহমান এবং চন্দ্রঘোনায় ডিলার মাহমুদুর রহমান এর মাধ্যমে এই চাল বিক্রি করা হচ্ছে বলে উপজেলা খাদ্য বিভাগ জানান।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল জানান, খাদ্য বান্ধব কর্মসুচী সুষ্ঠ ও সুন্দরভাবে চলছে, সামাজিক দুরত্ব বজায় রেখে কোন রকম অনিয়ম ছাড়া এই কর্মসুচী যাতে চলে সেইজন্য তিনি এই বিষয়ে সবসময় তদারকি করছেন।