কেউ আমায় ভোট দেয়নি, তাই তোদের জন্মনিবন্ধন সনদ দেব না। আমাদের অভিভাবকেরা নাকি, চেয়ারম্যানকে নির্বাচনে ভোট দেননি। তার বিরুদ্ধে থাকে, বদনাম করে। এসব বলে গালিগালাজ করে সনদ না দিয়ে আমাদের ফিরিয়ে দেন ইউপি চেয়ারম্যান শৈউ সাই মারমা। কথাগুলো বলছিলেন, বান্দরবানের রুমা উপজেলার গালেঙ্গ্যা ইউনিয়নের বাসিন্দা তিন কিশোর।
স্থানীয় সূত্রে জানা গেছে, চশৈ প্রু মারমা(১৮), মংচ প্রু মারমা(১৮) ও উমং প্রু মারমা(১৮)। তারা তিনজনই গালেঙ্গ্যা ইউনিয়নের পান্তলা পাড়ার বাসিন্দা। তার মধ্যে একজন আংশিক দৃষ্টি প্রতিবন্ধী। জাতীয় আইডি কার্ড ও ভোটার তালিকাভুক্ত হয়নি তাদের। চলমান ভোটার হাল নাগাদ-এ নতুন ভোটার তালিকাভুক্ত করতে জন্মনিবন্ধন ডিজিটাল প্রিন্ট কপি দরকার হয়। তাই ইউনিয়ন পরিষদ থেকে জন্মনিবন্ধন ডিজিটাল প্রিন্ট কপি সংগ্রহ করতে গত সোমবার দুপুরে ইউনিয়ন পরিষদে যান। এই সময় তাদের এই কথা গুলো বলেন ইউপি চেয়ারম্যান শৈউ সাই মারমা ।
এই ব্যাপারে গালেঙ্গ্যা ইউপি চেয়ারম্যান শৈউ সাই মারমা বলেন, জন্মনিবন্ধন না দেয়ার অভিযোগটি সত্য নয়। তাদের অভিভাবকরা শপথ করেছিল য়ে, আমাকে কখনো ভোট দেবে না, তবে কেন তারা ভোট না দিতে শপথ করেছিল, তা জানার জন্য অভিভাবকদের আসতে বলা।
এই তিন কিশোর বলেন, জন্মনিবন্ধন ডিজিটাল প্রিন্ট কপি সংগ্রহ করতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে গালাগাল খেয়ে খালি হাতে ফিরে আসতে হয় একাধিকবার। এরই মধ্যে একবার ইন্টারনেট থেকে জন্ম নিবন্ধন ডিজিটাল প্রিন্ট কপি হাতে পেয়ে যায়। এ কাগজে স্বাক্ষর নিতে গেলে তা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দেন ইউপি চেয়ারম্যান। এঅবস্থায় জন্ম নিবন্ধন ডিজিটাল প্রিন্ট কপি না পাওয়ায় নতুন ভোটার তালিকায় তালিকাভুক্ত হতে পারছেনা তিন কিশোর ।
এই ব্যাপারে গালেঙ্গ্যা ইউপি সচিব উবানু মারমা বলেন, স্বাক্ষর না দিয়ে জন্ম নিবন্ধন সনদ ছিঁড়ে ফেলার কখা শুনেছি, তবে চেয়ারম্যানের সাথে এব্যাপারে সরাসরি কথা হয়নি।
এই কিশোররা আরো জানান, ২৯ এপ্রিল থেকে গত ৬ মে পর্যন্ত মোট চারবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। কিন্তু জন্মনিবন্ধন ডিজিটাল প্রিন্ট কপি পাওয়া তো দুরের কথা, শুধু অকথ্য ভাষায় গালি গালাজ করে বারবার তাদের তাড়িয়ে দেওয়া হয়।
এই ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মোহাম্মদ শামসুল আলম বলেন,বিষয়টি মৌখিকভাবে শুনার পর চেয়ারম্যানকে বলে দিয়েছি। এতে কাজ না হলে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেবো।