কোয়াটারে জয়ী ঈগল স্পোর্টিং ক্লাব

মাহা সাংগ্রাই ফুটবল টুর্নামেন্ট

NewsDetails_01

বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার রুমা বাজার সংলগ্ন সাংগু নদী বালুচড়ে হয়ে গেল ফুটবল টুর্নামেন্ট। মাহা সাংগ্রাই পোয়ে উপলক্ষে আয়োজিত ফুটবল টুর্নামেন্টের কোয়াটার ফাইনাল খেলায় পাইখ্যংওয়া এফসি দলকে ১-২ গোলে হারিয়ে ঈগল স্পোর্টিং ক্লাবের বি দল বিজয়ী হয়ে সেমি ফাইনালে ওঠেছে।

বৃহস্পতিবার (৬ মে ২০২১) বিকালে অনুষ্ঠিত এ কোয়াটার ফাইনাল খেলার শুরুতে শৃঙ্খলা নৈপুণ্যতা দৃশ্যমান হলেও ২২ মিনিটের মাথায় প্রতিপক্ষের জালে বল ফেলতে সক্ষম হয় ঈগল ক্লাবের ১০ নম্বার জার্সি খেলোয়াড় জটিমং মারমা। এতে আরো প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হয় দলের খেলোয়াড়দের মাঝে।

পাইখ্যংওয়া এফসি দলের ডিফেন্স দুর্বলতায় গোলবারে বল ফেলতে থাকে। রক্ষণ ভাগের কিন্তু শক্ত গোল রক্ষক প্রতিটি বল হাতে ধরে, মাথায় কিক করে ও পায়ে ঠেলে গোল রক্ষককে দক্ষতার সাথে বল ফিরিয়ে দেয়। তবে পাইক্ষ্যং ওয়া দলের জালে আক্রমণ বাড়তে থাকে।

এভাবে খেলতে খেলতে এক সুযোগে ঈগল ক্লাবের জালে বল ফেলে দিয়ে দলকে এগিয়ে নেয় পাইখ্যংওয়া দলের ২ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ক্যথুইচিং মারমা। এতে খেলার ফলাফল সমতায় আনে পাইক্ষ্যংওয়া দল। তারপর শুরু হয়- উভয় দলের হাড্ডাহাড্ডি লড়াই। হাড্ডাহাড্ডি এ লড়াইয়ে এক খেলোয়াড় দুর্বল হয়ে পড়ে পাইক্ষ্যংওয়া দলের।

খেলোয়াড় বদলের ৫মিনিটে শেষ হয়ে যায় ৪০ মিনিটের প্রথমার্ধ খেলা। ফলাফল টানে ১-১ এ সমানে সমান। রেফারি মংএসিংয়ের হুইসেল বাজিয়ে শুরু হয় দ্বিতীয়ামার্ধে খেলা। চলছিল ঠেলাঠেলিতে খেলা।

NewsDetails_03

দ্বিতীয়মার্ধে খেলায় হাড্ডাহাড্ডিতে ৯ মিনিটের মাথায় পাইক্ষ্যংওয়া দলের জালে বল ফেলে দেয়- ঈগল ক্লাবের ৯ নান্বার জার্সি পরিহিত খেলোয়াড় জমংনু মারমা। এতে তার দলের খেলোয়াড়দের উৎসাহ ও প্রাণ চাঞ্চল্য আরো একধাপ বাড়িয়ে দেয়। তারপর উভয় দলের খেলোয়াড়েরা হাড্ডাহাড্ডি লড়াইয়ের চেষ্টা।।

খেলা শেষে ১-২ গোলে বিজয়ী হয়ে সেমি ফাইনালে খেলবে ঈগল স্পোর্টিং ক্লাবের বি- দল। একই মাঠে পরে আবারো টুনর্নামেন্টে কোয়ার্টার ফাইনালে খেলায় অংশগ্রহণ করে ঈগল স্পোর্টিং ক্লাব এ দল বনাম হাতীমাথা পাড়া ইয়ং স্টার ক্লাব। হাতীমাথা দলকে ০-২ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ঈগল স্পোর্টিং ক্লাবের এ দল । নিরপেক্ষ রেফারি দায়িত্বে ছিলেন এক সময়ে মাঠ কাপানো খেলোয়াড় মংছো মারমা।

আগামি ৮মে অনুষ্ঠিত সেমি ফাইনাল খেলায় অংশগ্রহণ করবে নিয়াক্ষং পাড়া একাদশ বনাম ঈগল স্পোর্টিং ক্লাবের বি দল।

আয়োজক কমিটির সূত্র জানায়, গত ১৪এপ্রিল মাহা সাংগ্রাই পোয়ে উদযাপন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রমণের প্রতিরোধে সরকারের জারি করা লকডাউনের কারণে সাংগ্রাইয়ের টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা ভেসতে যায়। তবে এর মধ্যে বিভিন্ন পাড়ার ক্লাব ও ক্রীড়া সংগঠন ৩০ দলের তালিকা জমা হয়ে হয়ে পড়ে।

ওইসব দলের ক্রীড়ামোদীদের মন চাঙ্গা রাখতে সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি মেনে আয়োজিত এ টুর্নামেন্ট এখন শেষ পর্যায়ে এসেছে। খেলায় স্বাস্থ্য বিধি মানতে জোর দেয়া ও দর্শক উপস্থিতি বারণের কারণে খেলায় কোনো দর্শক উপস্থিতি নেই বলে উল্লেখ করেন আয়োজক কমিটি মূখ্য নেতা মংএসিং। তার ভাষ্যমতে, গত ২৭ এপ্রিল এটুর্নামেন্ট শুরু হয়। এতে ২০ টি দল অংশগ্রহন করে।

আরও পড়ুন