“অতীতকে জানবো, আগামীকে গড়বো” শ্লোগানে খাগড়াছড়িতে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও টিআইবি’র যৌথ উদ্যোগে পৌর টাউন প্রাঙ্গণ থেকে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দিবসটি উপলক্ষে অফিসার্স ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, পুুলিশ সুপার মো: মজিদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমুখ।