খাগড়াছড়ি সড়ক পরিবহন চালক সমবায় সমিতি লি: এর ১৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় খাগড়াছড়ি পৌর টাউন হল মিলনায়তনে সাধারণ সভার আয়োজন করা হয়।
চালক সমবায় সমিতির সভাপতি মনতোষ ধরের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. গোফরান ফারুকী, পৌর মেয়র রফিকুল আলম, সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক এসএম শফি ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাহাদাত হোসেন টিটো প্রমূখ।
বক্তারা বলেন, সড়কে প্রাণহানী রোধে সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ কার্যকর করতে পরিবহন মালিক-চালক-শ্রমিক ও জনগণের স্বত:স্ফূর্ত অংশগ্রহণ জরুরী।
অনুষ্ঠানে সমিতির বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক মো: ইউনুছ মিয়া এবং সঞ্চালনা করেন হিসাব রক্ষক মুমিনুল হক।
সভা শেষে বিভিন্ন সময়ে মৃত্যুবরণ করা সমিতির সদস্যদের পরিবারের কাছে কল্যাণ তহবিলের অর্থ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমার্ল্য অর্পণ এবং বেলুন উড়িয়ে সাধারণ সভার উদ্বোধন করেন অতিথিরা।