খাগড়াছড়িতে ত্রিপুরা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আটক ১
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় এক ত্রিপুরা গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রতন ত্রিপুরা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
গত শনিবার রাতে মহালছড়ির যৌথ খামার এলাকার বাড়িতে গৃহবধূকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায় অভিযুক্ত ধর্ষক।
পুলিশ জানায়,এঘটনায় ধর্ষিতার শ^শুর বাদি হয়ে মহালছড়ি থানায় মামলা দায়ের পর গতরাত ১২টায় অভিযুক্ত রতন ত্রিপুরাকে আটক করে।
মহালছড়ি থানার অফিসার ইনচার্জ(ওসি) নুরে আলম ফকির জানান,মামলা দায়ের পরপর অভিযান চালিয়ে আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। ভিকটিমকে খাগড়াছড়ি সদর হাসপাতালে শারীরিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।