খাগড়াছড়িতে পানিতে ডুবে শিশু সন্তানসহ মায়ের মৃত্যু

NewsDetails_01

খাগড়াছড়ি সদরের নুনছড়ি থলিপাড়া এলাকায় পুকুরে ডুবে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। বুধবার বিকেল পৌনে ৫টার দিকে নিহত বীরবালা ত্রিপুরা(২০) ও সীমান্ত ত্রিপুরার(২) লাশ বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের মেম্বার কালি বন্ধু ত্রিপুরা।
তিনি জানান, নুনছড়ির থলিপাড়া এলাকার সমীরণ ত্রিপুরা স্ত্রী বীরবালা ত্রিপুরা(২০) তাঁর শিশু সন্তান সীমান্ত ত্রিপুরা(২) কে নিয়ে বুধবার দুপুরের পর কোন এক সময়ে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। বিকেলে বীরবালার মা সচ্ছলক্ষী ত্রিপুরা পুকুর ঘাটে গিয়ে মেয়ে ও নাতির লাশ ভাসতে দেখে চিৎকার দিলে এলাকাবাসী গিয়ে লাশ উদ্ধার করে।
বুধবার রাত সাড়ে ৮টা পর্যন্ত খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান পানিতে ডুবে দুই জনের মৃত্যুর খবর শুনেননি বলে জানান।

আরও পড়ুন