খাগড়াছড়িতে পাহাড় কাটার অপরাধে ৪ জনের ১ বছর করে কারাদন্ড

NewsDetails_01

খাগড়াছড়ি জেলায় পাহাড় কাটার অপরাধে ৪ জনকে ১ বছর করে কারাদন্ড দিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

আজ শনিবার (১৩জুন) খাগড়াছড়ি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদারের আদালতে এসব কারাদন্ড দেয়া হয়।

NewsDetails_03

জেলা প্রশাসন কার্যালয়ের তথ্যমতে, খাগড়াছড়ি জেলা সদরের শালবন এলাকায় অবৈধভাবে পাহাড় কেটে মাটি নেয়ার অপরাধে ৪ জনকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দেয় হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর উপ-ধারা ১৫(১) লঙ্ঘনের অপরাধে এবং ঘটনাস্থল থেকে আটককৃতদের স্বীকারোক্তির ভিত্তিতে প্রত্যেক জনকে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে আরও ৩ মাসের জেল দেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল কুমার হালদার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে কারাদন্ড ও অর্থদন্ড দেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসন প্রাকৃতিক পরিবেশ রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ। পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে কেউ ব্যক্তিগত বা আর্থিকভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে।

আরও পড়ুন