আজ সোমবার সকালে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা, বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়াকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠকে লাঙ্গল, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জব্বার গাজীকে হাত পাখা এবং আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমাকে সিংহ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করে প্রচার প্রচারণাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেয়া হয়।