খাগড়াছড়িতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

NewsDetails_01

খাগড়াছড়িতে প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হচ্ছে
খাগড়াছড়ি আসনে প্রতিদ্বদ্বীকারী প্রার্থীদের প্রতীক বরাদ্দ করেছে জেলা রিটার্নিং অফিসার। সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ের প্রার্থী ও প্রতিনিধিদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ করা হয়।
আজ সোমবার সকালে আওয়ামী লীগের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে নৌকা, বিএনপির প্রার্থী শহীদুল ইসলাম ভূইয়াকে ধানের শীষ, জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠকে লাঙ্গল, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জব্বার গাজীকে হাত পাখা এবং আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী নতুন কুমার চাকমাকে সিংহ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দের আগে প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি অনুসরণ করে প্রচার প্রচারণাসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করতে নির্দেশনা দেয়া হয়।

আরও পড়ুন