পরে সেখানে পুলিশ ব্যারিকেডে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বক্তৃতা করেন। তিনি বলেন, ক্ষমতায় থেকে আওয়ামীলীগ ৫ জানুয়ারীর মতো ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে। দেশে এমন নির্বাচন করা আর সম্ভব হবে না জানিয়ে তীব্র আন্দোলনের মধ্য দিয়ে আগামী ৩-৪ মাসের মধ্যে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারকে সুষ্ঠু ব্যবস্থায় নির্বাচন দিতে বাধ্য করা হবে বলে হুশিয়ারী দেন তিনি।