দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মাদ্রক দ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের যৌথ আয়োজনে বুধবার সকালে জেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক এ টি এম কাউছার হোসেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাহউদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার মেয়র মো: রফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা এবং সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা এলিশ শারমিন প্রমুখ। আলোচনা সভা শেষে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।