খাগড়াছড়িতে শুরু হচ্ছে ‘সবুজ পাহাড়ের বাঁকে’ শীর্ষক পাঁচদিনের আর্ট ক্যাম্প

খাগড়াছড়িতে ‘সবুজ পাহাড়ের বাঁকে’ শীর্ষক পাঁচদিনের আর্ট ক্যাম্প শুরু হচ্ছে। কাল বুধবার (২১ অক্টোবর ) সকাল ১০টায় আয়োজক প্রতিষ্ঠান ‘ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট’ তিন পার্বত্য জেলার চিত্রশিল্পী দের নিয়ে ৫ দিন ব্যাপী বৃহৎ এই আর্ট ক্যাম্প এর আয়োজন করেছে।

NewsDetails_03

এতে অংশগ্রহণ করেছেন চিত্রশিল্পীদের সংগঠন ‘হিল আর্টিস্ট গ্রুপ’-এর সদস্যরা। পার্বত্য চট্টগ্রাম শরণার্থী পুর্নবাসন টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী) কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে আর্ট ক্যাম্পের শুভ উদ্বোধন করবেন।

Ÿুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট এর উপপরিচালক জিতেন চাকমা জানান, শিল্পীদেরকে শিল্প উপকরণ হস্তান্তরের মাধ্যমে শুরু হবে ৫ দিন ব্যাপী এই আর্ট ক্যাম্পের। প্রথম দিনে মূলত শিল্পীরা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নিয়ে একটি আর্ট ওয়ার্কশপ পরিচালনা করবেন। পরবর্তী ৪ দিন চিত্রশিল্পীরা খাগড়াছড়ির কয়েকটি স্থানে গিয়ে ছবি আঁকবেন। তাঁরা খাগড়াছড়ির মনোরম প্রাকৃতিক দৃশ্য, এখানকার মানুষের যাপিত জীবন, সাংস্কৃতিক বৈচিত্রতা,পরিবেশ প্রতিবেশ ইত্যাদি বিষয় নিয়ে তাদের ক্যানভাস রাঙিয়ে তুলবেন এমন প্রত্যাশা নিয়ে শুরু হবে এই আর্ট ক্যাম্পটি।

আরও পড়ুন