খাগড়াছড়িতে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টা ছাত্রলীগ নেতার !

purabi burmese market

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও শারীরিক নির্যাতনের অভিযোগে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাগর চৌধুরীর নামে থানায় মামলা হয়েছে। সাগর চৌধুরী উপজেলার ডার্জিলিং পাড়া এলাকার মৃত নিরঞ্জন চৌধুরীর ছেলে। ভুক্তভোগী ওই নারী একজন স্কুলশিক্ষিকা এবং দুই সন্তানের জননী।

মামলা সূত্রে জানা গেছে, সাগর ওই স্কুলশিক্ষিকাকে বিভিন্ন সময় প্রেমের প্রস্তাবসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। গত রবিবার বিকেলে স্কুলের মিটিং শেষ করে সহকর্মীদের সঙ্গে বাড়ি ফিরছিলেন এই শিক্ষিকা। তিনি কংক্য মাস্টারের ব্রিজের পাশে আসলে সাগর তাকে গতিরোধ করে বিয়ের প্রস্তাব দেয়। এসময় শিক্ষিকা রাজি না হওয়ায় ওই শিক্ষিকাকে চুলের মুঠি ধরে সাগর তার বাড়িতে নিয়ে প্রথমে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে সাগর তাকে রড দিয়ে পেটায়।

আরো জানা গেছে, এ সময় লোকজন বাড়ির চারপাশে জড়ো হলেও সাগরের ভয়ে কেউ এগিয়ে আসেনি। পরে প্রাণ রক্ষার্থে বিবস্ত্র অবস্থায় দৌড় দিয়ে ব্রিজের ওপর পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে। এই ব্যাপারে স্থানীয় থানায় এই শিক্ষিকা বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা আল আমিন জানান,সাগরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।