খাগড়াছড়িতে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকান্ড আরো গতিশীল করার লক্ষ্যে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে খাগড়াছড়ি সদর ইউনিয়ন পরিষদের হলরুমে কর্মীর সভার আয়োজন করা হয়।
কর্মী সভায় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি খোকনেশ্বর ত্রিপুরা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আম্যে মারমা, সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নুরুল আজম, জেলা যুবলীগের সভাপতি যতন ত্রিপুরা বক্তব্য রাখেন।
বক্তারা, আগামী সংসদ নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতীককে জয়ী করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কর্মকান্ড গতিশীলের নির্দেশনা দেন। সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের কাছে তুলে ধরে নতুন কর্মী সংগ্রহে নেতাকর্মীদের আহব্বান জানান।