খাগড়াছড়ি জেলা ফুটবল লীগের ড্র অনুষ্ঠিত : এবার অংশ নিচ্ছে ১৫টি দল

খাগড়াছড়ি জেলা ফুটবল লীগের ড্র বৃহস্পতিবার সকাল ১১টায় স্টেডিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারের লীগে অংশ নিবে ১৫টি দল।
অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়ক ও ম্যানেজারের উপস্থিতিতে লটারীর মাধ্যমে চার ভাগে ভাগ করা হয়। গ্রুপ “এ” তে ম্রেংমা অং ক্লাব, শার্ফ, গাছবান ২নং প্রকল্প, পানছড়ি হিল পাওয়ার স্পোর্টস, “বি” তে ফুরং নি সাল, মানিকছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা, মহালছড়ি উপজেলা ক্রীড়া সংস্থা, নবীন স্মৃতি, “সি” তে গোল্ডেন ক্লাব, নারান খাইয়া, পহর সিদের ক্লাব, সততা, “ডি” তে কমলছড়ি পল্লী কল্যাণ, সূর্য শিখা ও জাগরণ ক্লাব মহালছড়ি।
জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ধুমকেতু মারমা ও যুগ্ম সাধারণ সম্পাদক আজহার হীরা জানান, উদ্বোধনী খেলা ও পুরো খেলার সময়সূচি দু’একদিনের মধ্যে দলগুলোর হাতে পৌঁছে দেয়া হবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নির্বাহী সদস্য নিখিল কুমার দে, নোবেল চাকমা, রোতান চৌধুরী, খোকন বিকাশ ত্রিপুরা, জ্যোতিষ বসু ত্রিপুরা ও সংরক্ষিত আসনের নির্বাহী সদস্য শাহজাহান কবির সাজু।

আরও পড়ুন