চট্টগ্রামে চীনা অপেরা দলের সাংস্কৃতিক প্রদর্শনীতে মারমা দলের অনবদ্য পরিবেশনা
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীতে চীনা নববর্ষ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে গত বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টা হতে রাত ১০ টা পর্যন্ত বাংলাদেশস্থ চীনা দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় চীনা ঝেজিয়াং উ অপেরা (Zhejiang Wu Opera) দলের শিল্পীদের পরিবেশনায় চীনা অপেরা সাংস্কৃতিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে চীনা অপেরা দল মনোমুগ্ধকর এক্রোবেটিক শো পরিবেশন করেন। এসময় তাদের দেশীয় ঐতিহ্যবাহী যন্ত্র সঙ্গীত, লোক পালাগান, নৃত্যগীত পরিবেশনায় মুগ্ধ হন আগত শ্রোতারা।
চীনা অপেরা দলের পরিবেশনার আগে রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির মারমা দলের শিল্পী সান্দাউই মারমা, মেচিংউ মারমা, হ্লামেসিং মারমা,মাসাইন শৈই মারমা, হ্লাহ্লাচিং মারমা
ময়ুর নৃত্য পরিবেশন করেন। তুমুল করতালিতে তাদের পরিবেশনা উপভোগ করেন শ্রোতারা।
অনুষ্ঠানের শুরুতে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও চট্টগ্রাম তথা বাংলাদেশের বিখ্যাত ঢোলবাদন দল বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস ও সহশিল্পীদের ঢোল বাদনের মধ্য দিয়ে চীনা অপেরা প্রদর্শনী শুরু হয়। বিনয়বাঁশীর পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাসের মনোমুগ্ধকর ঢোল বাদনে সহশিল্পী বিমল জলদাস, বিধান দাস, দোলন জলদাস, সুজন দাস ও আকাশ দাস এর যৌথ ঢোলবাদন শৈলীতে ঢোলের তালে তালে বাঁশির সুরে মাতিয়ে রাখেন দর্শক শ্রোতাদের।

বলতে গেলে বাঙালি ও বিদেশীদের এক মিলন মেলায় পরিণত হয়েছিল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম কাট্টলি সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান, চীনা’র ফার্স্ট সেক্রেটারি ইউ ইযাং।
স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপ-পরিচালক জসিম উদ্দিন।
এসময় তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি যেন বিশ্ব দরবারে পৌঁছে যায় পারস্পরিক সংস্কৃতি বিনিমের মাধ্যমে তারই ধারাবাহিকতায় এই আয়োজন।