চন্দ্রঘোনা ইউনিয়নে আওয়ামী লীগের টিকেট পেলেন আক্তার হোসেন মিলন

NewsDetails_01

সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ইউপি নির্বাচনে আওয়ামী লীগের টিকেট পেলেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা আক্তার হোসেন মিলন। আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধিতা করবেন।

NewsDetails_03

গত শুক্রবার (১৩ মে) রাতে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক মিলনকে চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মনোনয়ন দেওয়া হয়।

এদিকে আক্তার হোসেন মিলন জানান, আমি সর্বপ্রথম মহান সৃষ্টি কর্তার প্রতি শোকরিয়া আদায় করছি। এছাড়া কৃতজ্ঞতা প্রকাশ করছি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার প্রতি। আমি রাঙামাটি জেলার আমাদের অভিভাবক জননেতা দীপংকর তালুকদার এমপি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসা মাতব্বরসহ অসংখ্য নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের দলের মনোনয়ন দেওয়ার জন্য।

আরও পড়ুন