খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুম থেকে গতকাল উদ্ধার হওয়া নবজাতককে স্মৃতি বিকাশ চাকমা নামে এক দম্পতির জিম্মায় দেয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৭সেপ্টেম্বর) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাং আবু তাহেরের আদালত এ জিম্মার আদেশ দেন।
আবেদনকারীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবছার হোসেন রনি বলেন, নবজাতককে জিম্মায় পেতে ৫ জন আবেদন করেন। স্মৃতি বিকাশ চাকমা একজন সরকারী চাকুরীজীবী। চিকিৎসকের মতামত ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় আদালত নবজাতককে এ পরিবারের জিম্মায় প্রদানের আদেশ দিয়েছেন।
গতকাল দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতকের কান্না শুনে উদ্ধার করে কর্তৃপক্ষ। এরপর থেকে এ নবজাতক খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।