ছদ্মবেশে আসামী ধরলেন কাপ্তাই থানার ওসি

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন সঙ্গীয় ফোর্সসহ জামা ও লুঙ্গি পরে ছদ্মবেশ ধারন করে বিশেষ কৌশলে বন মামলার ১ বছরের সাজা প্রাপ্ত আসামী সানু মং (৪৬) কে গ্রেফতার করেছে। সে শিলছড়ি বেলকাপাড়া’র থুইচিং মং মারমার ছেলে।

NewsDetails_03

আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকেল ৪ টায় শিলছড়ি বাজার হতে তাকে গ্রেফতার করা হয়।

কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন জানান,পুলিশের পোশাক পড়লে আসামি পুলিশ দেখলে পালিয়ে যেতে পারে, তাই আমি এবং থানার সঙ্গীয় পুলিশ ফোর্সরা জামা ও লুঙ্গি পরে আসামীকে গ্রেফতার করি।
গ্রেফতারকৃত আসামীকে রবিবার রাঙ্গামাটি কোর্টে প্রেরণ করা হবে।

আরও পড়ুন