থানচিতে ৬টি পপি ক্ষেত ধ্বংস করেছে বিজিবি

NewsDetails_01

বান্দরবানের থানচি উপজেলার দূর্গম পাহাড়ে অভিযান চালিয়ে ৬টি পপি ক্ষেত ধ্বংস করেছে ৩৮ বিজিবি । তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি ।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তিন্দু ইউনিয়নের ক্যাইয়াটাক পাড়ার আশপাশে অভিযান চালায় বিজিবি ।

NewsDetails_03

পরে ওই গ্রাম থেকে ৩ কি:মি দূরে গভীর জঙ্গলে পপি ক্ষেতের সন্ধান পায় বিজিবি । তিন্দু ক্যাম্পে নায়েব সুবেদা মোখলেসুর রহমান নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে এই পপি ক্ষেত ধ্বংস করে।

ক্যাইয়াটাক পাড়ার পাশে কাজুবাদামের বাগান আর বিশাল জঙ্গল আছে এমন পরিবেশে পপি ক্ষেতের চাষ করছিল দুর্বৃত্তরা, জানায় বিজিবি ।

৩৮বিজিবি জোন কমান্ডার লেঃ মুহাম্মদ সানবির হাসান মজুমদার জানান, ক্যাইয়াকাপাড়া নামক স্থানের আশে পাশে পপি ক্ষেতের চাষ করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার জঙ্গলগুলোতে অভিযান চালানো হয় । পরে ৫ একর জমির উপর ৬ টি পপি ক্ষেতের সন্ধান পাওয়া যায় এবং এগুলো ধ্বংস করা হয় ।

আরও পড়ুন