দীঘিনালায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ কাজের উদ্বোধন

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইন নির্মাণ ও কমিশনিং কাজের উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (৭মে) সকালে উপজেলার বিদ্যুৎ উপকেন্দ্রে খাগড়াছড়ি(ঠাকুরছড়া) গ্রীড উপকেন্দ্র হতে দীঘিনালা ৩৩/১১ কেভি উপকেন্দ্র এবং দীঘিনালা হতে লংগদু ৩৩/১১ কেভি উপকেন্দ্র পর্যন্ত ৩৩ কেভি বিদুৎ লাইন নির্মাণ ও কমিশনিং কাজ’র উদ্বোধন করেন শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

NewsDetails_03

উদ্বোধনী অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মোহাম্মদ কাশেম’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু,প্রকল্প পরিচালক প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ উল্লাহ, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব প্রমূখ।

কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, আওয়ামীলীগ সরকারের আমলে সারা দেশের পাশাপাশি পাহাড়েও অকল্পনীয় উন্নয়ন দৃশ্যমান। একসময়ের অশান্ত পাহাড়ি জনপদে আজ শান্তির সুবাতাস বইছে। পাহাড়ের প্রত্যন্ত এলাকার জনগনও আজ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে।

আরও পড়ুন