দীঘিনালায় ৪ ইটভাটাকে ২ লাখ ৮০ হাজার টাকা অর্থদন্ড

NewsDetails_01

খাগড়াছড়ির দীঘিনালায় ৪ ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।আজ ৫ ফেব্রুয়ারি (শনিবার) সকালে উপজেলার হেডম্যান পাড়ার এডিবি, মধ্য বোয়ালখালীর কেবিএম-১, রশিকনগরের সেলিম এন্ড ব্রাদার্স ও কেবিএম-২ ইটভাটায় অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্টেট ফাহমিদা মুস্তফা।

NewsDetails_03

এ সময় লাইসেন্স নবায়ন না করা, ভাটায় কাচামাল হিসেবে কৃষি জমির উপরিভাগ (টপসয়েল) ব্যবহার ও ভাটায় জ্বালানী হিসেবে বনের কাঠ ব্যবহার করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন হওয়ায় প্রতিটি ইটভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ১৪,১৫ এবং ১৬ ধারা মতে সর্বমোট ২ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, দীঘিনালায় ইট প্রস্তুত হচ্ছে এমন চারটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে প্রতিটি ভাটায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন(নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ধারা ৪, ৫ ও ৬ ধারার লংঘন দেখা যায়। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ এর ১৪,১৫ এবং ১৬ ধারা মতে এডিবি ব্রিক ফিল্ডের লুতফুর রহমান ৮০ হাজার টাকা, কেবিএম-১’র পক্ষে রাকিব উদ্দিনকে ৭০ হাজার টাকা,সেলিম এন্ড ব্রাদার্স’র ওয়াহিদুজ্জামানকে ৮০ হাজার টাকা ও কেবিএম-২’র রাকিব উদ্দিন কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন