দোকানের শাটল বন্ধ করল ব্যবসায়ীরা

বান্দরবান সদর ও রুমা উপজেলা লকডাউন

purabi burmese market

সময় তখন ১২ টা । আস্তে আস্তে দোকানের শাটল বন্ধ করল ব্যবসায়ীরা । একটু আগে যে দোকানে, যে রাস্তায় ভীড় ছিল সেটি এখন নেই । আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা ছাড়া তেমন দেখা যাচ্ছে না ভীড় । রাস্তায় যে কয়টি গাড়ি দেখা যাচ্ছে তাদেরকে থামিয়ে পুলিশ জানতে চাচ্ছে কারণ কি ? আর সময় বাড়ার সাথে সাথে বাড়বে আরো নিরবতা । সরকার ঘোষিত রেড জোন বান্দরবান সদর ও রুমা উপজেলার চিত্র এটি ।

আজ বুধবার বেলা ১২ টা থেকে লকডাউন ঘোষণা করেছে বান্দরবান জেলা প্রশাসন । করোনার প্রাদুর্ভাব ঠেকাতেই পার্বত্য জেলা বান্দরবানের দুই উপজেলাকে চিহ্নিত করা হয়েছে রেড জোন হিসেবে ।

বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন জানান, আজ দুপুর ১২ টা থেকে আমরা লকডাউন কার্যকর করেছি। লকডাউনের ব্যাপরে আগে থেকেই সর্বসাধারণকে জানানো হয়েছে, মাইকিংও করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।