স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত অনুমানিক ৩টার দিকে দৌছড়ি ইউনিয়নের বাকঁখালী মৌজার লদুর মুখ স্থানের খামার বাড়ী থেকে ‘ঘুমিয়ে থাকা অবস্থায় অস্ত্রধারী ৬/৭ জনের একটি সন্ত্রাসী দল অস্ত্রের মুখে জিম্মি করে ৪জন তামাক চাষীকে তুলে নিয়ে যায়। ওই অপহৃতদের মধ্যে একজন দৌছড়ি ইউনিয়নের বাকঁখালী মৌজার স্থায়ী বাসিন্দা। আর অন্যজনেরা হলেন, রামু উপজেলা গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দা। তবে গর্জনিয়া ইউনিয়নের বাসিন্দারা দৌছড়ির বাকঁখালী মৌজার লদুর মুখ এলাকায় জমি বর্গা নিয়ে তামাক চাষ করতেন বলে সুত্রে জানা যায়।
এদিকে স্থানিয় বাসিন্দারা জানান, এর আগেও দোছড়ি ইউনিয়নের ছাগল খাইয়া থেকে মুক্তিপণের দাবিতে সন্ত্রাসীরা ৬জন তামাক চাষীকে অপহরণ করে। সে সময়ে বিজিবি-পুলিশ যৌথ অভিযান পরিচালিত হলেও মুক্তিপণের বিনিময়েই সন্ত্রাসীদের কাছ থেকে অপহৃতদের ছাড়িয়ে আনতে হয়েছিল।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি শেখ আলমগীর জানান, অপহৃত ঘটনা শুনার সাথে সাথে উদ্ধারে পুলিশ-বিজিবির সেনাবাহিনী পৃথক পৃথক অভিযানের টহল শুরু হয়েছে এবং সম্ভাব্য স্থানগুলো ঘেরাও করে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখনো অপহৃত ব্যক্তিদের পরিবার থেকে থানায় কোন অভিযোগ করা হয়নি।