নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল নয় শিক্ষা ব্যবস্থাসহ টেকসই উন্নয়ন চাই

purabi burmese market

নাইতং পাহাড়ে পাঁচ তারকা হোটেল নয় উন্নত শিক্ষা ব্যস্থাসহ টেকসই উন্নয়ন চাই এই দাবীতে বান্দরবানের থানচিতে মানববন্ধন করেছে সচেতন ছাত্র সমাজ ও সাধারণ নাগরিক ব্যানারে একটি সংগঠন

রবিবার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় থানচি বাসষ্টেশন সংলগ্ন চথোয়াইউ বাজারে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে থানচি-বান্দরবান সড়কের জীবন নগর, চিম্বুক পর্বত, নাইতং পাহাড়ে কাপ্রুপাড়া ও ডলা পাড়ায় ম্রো সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বিভিন্ন ফলজ বনজ বাগানসহ জুম চাষের আবাদযোগ্য এবং ভোগদখলীয় ভূমিতে পাঁচ তারকা হোটেল নির্মাণ করা যাবে না বলেন বক্তারা। এই দাবী না মানলে থানচির সচেতন ছাত্র সমাজ ও ম্রো সম্প্রদায় কঠোর অবস্থানে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা ।

মানববন্ধনে থানচি সচেতন ছাত্র সমাজের পক্ষে মংমে মারমার , সচেতন নাগরিক সমাজের পক্ষে মানয়া ম্রো, ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ঙুইকুম ম্রো,ময়মনসিংহ মেডিকেল কলেজের শেষ বর্ষে ছাত্র রিংতুই ম্রো, গণ বিশ্ব বিদ্যালয়ের ছাত্র পরাও ম্রো,বান্দরবান সরকারী কলেজের ছাত্র সংগঠনের সভাপতি সিনিয়া ম্রো,সুরেন ত্রিপুরা, থুইমংপ্রু মারমা বক্তব্য রাখেন । মানববন্ধনের প্রায় শতাধিক ছাত্রসহ সাধারণ জনগণ অংশ নেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।