পরিচয়হীনরা আওয়ামী লীগে প্রবেশ করে খন্দকার মোস্তাকের মত আচরণ করেছে : বীর বাহাদুর

NewsDetails_01

বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় বক্তব্য রাখছেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি
অতীতে যাদের নিজেদের কোন পরিচয় ছিল না,তারা আওয়ামী লীগে প্রবেশ করে খন্দকার মোস্তাকের মত আচরণ করেছে। দল কখনো কারো সাথে বেঈমানি করেনি,অতীতের সবাই দলের সাথে বেঈমানি করেছে। বান্দরবান জেলা আওয়ামী লীগের আয়োজনে বিশেষ বর্ধিত সভায় এসব কথা বলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় তিনি আরো বলেন,শেখ হাসিনা থাকলে দেশে উন্নয়ন হবে, শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে,শেখ হাসিনা থাকলে জাতীয় পতাকা থাকবে।
আজ বৃহস্পতিবার সকালে বান্দরবান সদরের অরুণ সারকী টাউন হলে “সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই” বঙ্গবন্ধুর এই বাণীকে প্রতিপাদ্যকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্যতম তনয়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার আয়োজনে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্য শৈ হ্লা এর সভাপতিত্বে এসময় বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। এসময় অন্যান্যদের আরো উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কাজল কান্তি দাশ,সহ সভাপতি আব্দুর রহীম চৌধুরী,সুধাংশু বিমল চক্রবর্তী,সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী,যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাস,সাংগঠনিক সম্পাদক ক্য সা প্রু, মোজাম্মেল হক বাহাদুর,অজিত কান্তি দাশ,প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদেক হোসেন চৌধুরী,পৌর আওয়ামীলীগের সভাপতি অমল কান্তি দাশ,সহ সভাপতি হাবিবুর রহমান খোকনসহ বান্দরবান জেলা,উপজেলা,ইউনিয়নের নেতাকর্মীরা।

আরও পড়ুন