পানছড়িতে পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ১

খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশের অভিযানে দুই কেজি গাঁজাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটককৃতের নাম সালমান।

NewsDetails_03

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) রাতে উপজেলার থানা মসজিদ মার্কেট সংলগ্ন এক ডেকোরেটর্সের পেছনে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজা সহ সালমান নামক এক যুবককে আটক করা হয়। আটককৃত সালমান উপজেলার কলোনী পাড়ার আবুল হোসেনের ছেলে৷

পানছড়ি থানার অফিসার ইনচার্জ আনচারুল করিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঘটনাস্থলে এসআই মহিউদ্দিন ও তার সঙ্গীয় ফোর্সদের প্রেরণ করি। অভিযানে দুই কেজি গাঁজাসহ সালমান নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত যুবককে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন