পার্বত্য শান্তি চুক্তির আইন লঙ্ঘন ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অবজ্ঞা করে জোর করে দায়িত্ব গ্রহণের চেষ্টার অভিযোগে সদ্য পদায়নকৃত খাগড়াছড়ি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামাল হোসেন ও পার্বত্য চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহির উদ্দিন দেওয়ানের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।
আদালত মামলাটি গ্রহণ করে ১১ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে সদর থানার ওসিকে নির্দেশ দিয়েছে। যার মামলা নং সি.আর ২০৮/১৯।
গত রবিবার (১৮ আগস্ট) দুপুরে খাগড়াছড়ি কগনিজেন্স আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মোর্শেদুল আলমের আদালতে খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য ও জনস্বাস্থ্য বিভাগের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল বাদী হয়ে এ মামলা দায়ের করেন। ১২০(খ)/৪১৭/১৬৬/৩৮৭/৫০৫ (খ)(গ)/৫০০/৫০৬ (২য় অংশ) ও ৩৪ দন্ডবিধির ধারায় এ মামলায় মোঃ কামাল হোসেন (৫০) জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের চট্টগ্রাম সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জহির উদ্দিন দেওয়ান (৫১) আসামি করা হয়।