পাহাড়ে তামাকের বদলে আখ চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষকেরা : বীর বাহাদুর

purabi burmese market

পার্বত্য চট্টগ্রাম এলাকার আখ ও আখের সাথী ফসল প্রক্রিয়াজাতকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপিসহ অন্যরা
পাহাড়ে তামাকের বদলে আখ চাষ করে স্বাবলম্বী হচ্ছে কৃষকেরা। আজ রবিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম এলাকার আখ ও আখের সাথী ফসল প্রক্রিয়াজাতকরণ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বীর বাহাদুর আরো বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সততায় আমাদের কে অনুপ্রানিত করছে। আওয়ামীলীগ সরকার যে স্বপ্ন দেখায়, সেই স্বপ্ন বাস্তবায়ন করে।
বান্দরবানে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে পার্বত্য চট্টগ্রাম এলাকার আখ ও আখের সাথীফসল প্রক্রিয়াজাতকরণ শীর্ষক কর্মশালায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মহা পরিচালক ড. মো. আমজাদ হোসেনের সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের মূখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ড.সমজিৎ কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শফিউল আলম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,কৃষি গবেষণা ফাউন্ডেশন (কেজিএফ)এর নির্বাহী পরিচালক ড. ওয়ায়েস কবীর, জেলা পরিষদের সদস্য ক্য সা প্রু, সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সদস্য সিং ইয়ং ম্রো,সদস্য মোস্তফা জামাল, সদস্য ফিলিপ ত্রিপুরা, সদস্য ফতেমা পারুল, জেলা কৃষি কর্মকর্তা মো. আলতাফ হোসেন,প্রকল্প ব্যবস্থাপক ড. এবিএম মফিজুর রহমান,এগ্রো এক্সপার্ট মো. মাহবুবুল হক,ব্রিডিং বৈজ্ঞনিক কর্মকর্তা বান্দরবান বিষ্ণুপদ পোদ্দারসহ বান্দরবান জেলা বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও আখ চাষী কৃষকরা। আলোচনা সভা শেষে তামাক চাষ পরিহার করে আখ চাষ করে স্বাবলম্বী ৮ জন কৃষককে সম্মাননা প্রদান করেন উপস্থিত অতিথিরা।

আরও পড়ুন
1 মন্তব্য
  1. Shahidul Islam বলেছেন

    Mong Thowai Sa Marma

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।