প্রয়াত মেয়র মিজানুর রহমান বিপ্লব স্মরণে ক্রিকেট টুর্ণামেন্ট

NewsDetails_01

বান্দরবানের প্রয়াত মেয়র মিজানুর রহমান বিপ্লবের স্মরণে ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে ।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় রাজার মাঠে এই ক্রিকেট খেলা অনুষ্টিত হয়। বেলুন ও পায়রা উড়িয়ে খেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লাপ্রু।

NewsDetails_03

আরো উপস্থিত ছিলেন, বান্দরবান পৌরসভার মেয়র এর সহধর্মিনী কামরুন্নেসা খানম বেবী, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বান্দরবান জেলা শাখার সভাপতি সীমা দাশ, বান্দরবান জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদিকা মেনি প্রু মার্মা।

দুপুরের এই খেলায় মোকাবেলা করেন কিংস এলেবেন হাফেজঘোনা বনাম নিউ গুলশান একাদশ। টান টান উত্তেজনাকর এই খেলায় নিউ গুলশান একাদশ ১২৯ রান করেন । আর কিংস হাফেজ ঘোনা একাদশ ১৩৮ রান করেন । খেলায় বিজয়ী হয় কিংস হাফেজঘোনা । খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন মো: হানিফ ।

উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সহধর্মিনী মেহ্লাপ্রু বলেন, খেলাধূলা শরীর এবং মন’কে সুস্থ রাখে। শারীরিক সুস্থতার জন্য ক্রীড়ার কোনো বিকল্প নেই।

আরও পড়ুন