আজ বৃহস্পতিবার দুপুরে ব্যক্তিগত উদ্যোগে ইউনিয়নের পাড়ায় পাড়ায় এসব সরঞ্জাম ও অর্থ প্রদান করেন তিনি। এ সময় ফাইতং ইউনিয়ন যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক সুইচিং মং মার্মা, সদস্য চিংমং মার্মা, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মংম্রাউ মার্মা, সহ-সভাপতি পাইনু মং মার্মা প্রমুখ উপস্থিত ছিলেন।
ফাইতং ইউনিয়ন যুবলীগের সভাপতি থোয়াইন সানু মার্মা বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা। এ দিনে বৌদ্ধপূজা, সংঘদান, পিন্ডদান, অষ্টপরিষ্কার দান, পঞ্চশীল প্রার্থনা, শীল গ্রহণ, প্রদীপ পূজাসহ ফানুস ওড়ানোর মতো নানা আচার পালন করা হয়।