বন্যপ্রাণী আবাসস্থল ধ্বংস করায়, হাতি-মানুষের সংঘাত সৃষ্টি হচ্ছে

NewsDetails_01

বন্যপ্রাণী আবাসস্থল ধ্বংস করায়, হাতি-মানুষের সংঘাত সৃষ্টি হচ্ছে। বন ও বন্যপ্রাণী রক্ষার্থে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

আজ বৃহস্পতিবার (৩ মার্চ২২ইং) সকাল ১০টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের আয়োজনে কাপ্তাই প্রশান্তি পার্কে বিশ্ব বন্যপ্রাণী দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এ কথা বলেন। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি পার্বত্য চট্রগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ছালেহ মো.শোয়াইব খান।

NewsDetails_03

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হকের সঞ্চালনায় এইসময় বক্তব্য রাখেন কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবী, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি মো.কবির হোসেন, ইউপি সদস্য সরোয়ার হোসেন ও সেলিনা পারভীন।

আলোচনায় আগত বিভিন্ন সময়ে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত লোকজন তাদের মতামত ব্যক্ত করে। এর পূর্বে একটি বর্ণাঢ্য র‍্যালী কাপ্তাই সড়ক প্রদক্ষিন করে।

আরও পড়ুন