পার্বত্য জেলা বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে চ্যানেল বাংলাভিশনের বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯ টায় প্রেসক্লাব চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন। র্যালীটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় রাজার মাঠে এসে শেষ হয় । পরে শহরের একটি রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয় । আলোচনা সভায় প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন । এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মোঃ গোলাম ছরোয়ার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদুল আলম সুমন, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, বাংলাভিশন প্রতিনিধি আল ফয়সাল বিকাশ, দৈনিক প্রথম আলো প্রতিনিধি বুদ্ধ জ্যোতি চাকমা, এনটিভি প্রতিনিধি আলাউদ্দিন শাহরিয়ার, আরটিভি প্রতিনিধি শাফায়েত হোসেন, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি কৌশিক দাশ, মোহনা টেলিভিশন প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, এশিয়ান টিভি প্রতিনিধি নুরুল কবির, দি এশিয়ান এইজ ও দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার জেলা প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, বিজয় টিভি প্রতিনিধি রিমন পালিতসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ আসলাম হোসেন বলেন, মিডিয়া হলো সমাজের দর্পন। সমাজের সকল চিত্র মিডিয়ার মাধ্যমে উঠে আসে। রাষ্ট্র ও সরকার সচেতন হয় মিডিয়ার কারণে। কোথায় কি হচ্ছে, কি ঘটছে, কি করা প্রয়োজন তা তুলে ধরেন মিডিয়া। আর তার মাধ্যমেই সরকার সচেতন হয় এবং কর্মপরিকল্পনা তৈরী করে সে মোতাবেক কাজ করেন। তিনি বাংলাভিশনের সাফল্য কামনা করে বাংলাভিশন পরিবারের সকলকে শুভেচ্ছা জানান।