
পুলিশ সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে জেলার নাইক্ষ্যংছড়ি এবং কক্সবাজারের রামু থানায় নারী-শিশু নির্যাতন, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে পলাতক ছিল সে। তবে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আবু মুসা সোর্সের মাধ্যমে খবর পেয়ে অভিযান চালিয়ে জাহাঙ্গীরকে আটক করেছেন বলে দাবী করেন।
নাইক্ষ্যংছড়ির বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক আবু মুসা জানান, আটক জাহাঙ্গীর নাইক্ষ্যংছড়ি থানার জিআর- ৩৪/২০০৮ইং মামলায় ৭ বছরের সাজা প্রাপ্ত আসামী।



