বাঘাইছড়িতে পর্যটকবাহী গাড়ী উল্টে আহত ৭

NewsDetails_01

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে পর্যটকবাহী মাইক্রোবাস উল্টে ৭জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে বাঘাইহাট হাজাছড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) কেএম ইব্রাহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আহত পর্যটক আওলাদ হোসেন জানান, মঙ্গলবার সকালে আমরা নয়জনের একটি দল একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৯ ০০৩৩) খাগড়াছড়ি জেলা থেকে সাজেকের উদ্দেশ্যে যাত্রা করি। এসময় গাড়িটি সাজেক ইউনিয়নের হাজাছড়া ১০নং এলাকায় এসে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে আমাদের দলের মধ্যে সাত আহত হয়, আহতরা সকলে ঢাকার বাসিন্দা।
এদিকে ঘটনার খবর পেয়ে ৫৪ বিজিবি’র জোন অধিনায়ক লে.কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ ঘটনাস্থলে আসেন এবং বিজিবি’র সদস্যরা আহতদের উদ্ধার করে ব্যাটালিয়ন সদরে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

আরও পড়ুন