রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মাচালং ব্রীজ পাড়ায় পাহাড়ি ঢলে ভেসে আসা রবি চন্দ্র চাকমা (৩৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে মাচালং স্টীল ব্রীজের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরের দিকে পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি(জ্বালানী কাঠ) সংগ্রহ করতে গিয়ে নদীর কাচালং নদীর জোয়ারে তলিয়ে যায় রবিচন্দ্র চাকমা। তিনি একজন মুদি ব্যবসায়ী। তিনি মাচালং এলাকার দোলাচান চাকমার ছেলে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।